মনের অবাস্তব ভাবনা, টুকরো কাগজের লেখা, দেখে বা বাষ্পিতভুত হয়ে শেখা বিষয়গুলি সংরক্ষণ করে রাখার প্রয়াস। কিন্তু রাখার জন্য উপযুক্ত ছাউনিবিশিষ্ট ঘরের বেজায় অভাব। এমন অপ্রয়োজনীয় সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য জ্ঞানীগুণী ও পন্ডিত মামাদের ঘরে একটু জায়গা খুঁজতে থাকি। কিন্তু বাস্তবে জ্ঞান বা গুনের বিশেষ প্রয়োজন না থাকায় - ছেড়া কাগজগুলি রাখার কোন জায়গা জোটেনি। তখন গুগল মামা তার ব্লগস্পট দেখিয়ে দিলো - এবং সেখানে বেশ কিছু খালি জায়গা দিলো কাগজগুলি লিপিবদ্ধ করে রাখতে। আর তাই এই ব্লগের অশুভ অস্তিত্ব।