দরিদ্রতা কি ? কাকে বলে? কেন এবং কিভাবে । আমরা কম বেশি সবাই এই শব্দটা খুব
ভালোভাবে জানি এবং বুঝি । অনেকেই আছে তা উপলব্ধিও করে নিত্যদিন । তারপরেও হঠাৎ এই
শব্দটা নিয়ে কৌতুহল হল – তাই চেষ্টা করলাম দরিদ্রতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে
জানার। অবশ্য এই কৌতহলের একটা বিশেষ কারন ও আছে বটে । আর তা হল – রোজ রোজ টিভি,
নিউজ, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুনতে পাই এখন বাংলাদেশে দরিদ্র নাই বা দরিদ্রতা
নাই ।
লেখার এই অংশে চেষ্টা করব – দরিদ্রতা
এবং দরিদ্র শব্দ দুটির সাধারন ধারনা দেওয়ার (অবশ্যই যতটুকু জ্ঞানে আছে তার মধ্য
থেকে) ।
আখতারুজ্জামান আজাদ
স্যারের ফেসবুক পোস্ট থেকে -
শুদ্ধ শব্দ হচ্ছে -
বিশেষণ : দরিদ্র
বিশেষ্য : দরিদ্রতা অথবা দারিদ্র্য ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন